
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ঢাকা বাসস্ট্যান্ডের শ্যামলী ও দেশ ট্রাভেলস এর টিকিট কাউন্টারের সামনে থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ এক জনকে আটক করে র্যাব–৫।
আটক কৃত ব্যক্তি হলেন রাজশাহী জেলা বোয়ালিয়া উপজেলার দড়িখরবোনা গ্রামের মৃত সাহাবুল ও মৃত মোছাঃ সোমা খাতুনের ছেলে মোঃ সামিউল আলম তন্ময় (২২)।
র্যাব–৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় জানায় সিপিসি–১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব–৫ এর একটি অপারেশন দল গতকাল (১৮ ডিসেম্বর) রাত ১০টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৬টি মামলার আসামী মোঃ সামিউল আলম তন্ময় (২২) কে ০১টি বিদেশী পিস্তল ও ০১টি ম্যাগাজিনসহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।