চাঁপাইনবাবগঞ্জ থেকে চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানি হবে

আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ: রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে যথাযথভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করা হচ্ছে। চলতি মৌসুমে শুধু চীনের বাজারে লাখ ২০ হাজার মেট্রিক টোন আম রপ্তানি করা হবে। এছাড়া ম্যাংগো বোর্ড তৈরি, আম নীতিমালা, আম প্রসেসিং, চাষীদের অল্পমূল্যে সোলার প্যানেল বিতরণ, রাজশাহী থেকে বিমানের কার্গো ফ্যাসালিটি, কৃষি ইপিজেড তৈরি, হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির কথাও জানান তিনি। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমাস এন্ড ইন্ডাট্রি ভবনে স্থানীয় আম ব্যবসায়ী এবং আম রপ্তানি কারকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সকালে সকালে রপ্তানিযোগ্য কয়েকটি আমের বাগান পরিদর্শন করেন।  

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (পণ্য) মো.শাহজালাল, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন প্রমুখ বক্তব্য রাখেন।