আজিম উদ্দিন; চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বাখের আলী সীমান্ত এলাকা থেকে ৩ টি ভারতীয় গরুসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ সোমবার সকালে ওই সীমান্তের গোয়ালডুবি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সদর উপজেলার বাখের আলী চরবাগডাঙ্গা এলাকার জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান(৩৫), সূর্যনারায়নপুর বেলপাড়া এলাকার সোনাউদ্দির ছেলে শাহিদুল ইসলাম(৩৫) ও শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর বাদশাপাড়ার শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম(৩০)।
সোমবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাখের আলী বিওপির একটি টহল দল সকাল পৌনে ৭টার দিকে পদ্মা নদীর গোয়ালডুবি ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩ চোরাকারবারি ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিজিবির হাতে ধরা পড়ে।
এসময় অবৈধভাবে ভারত থেকে আনা ৩টি গরুও আটক করে বিজিবি সদস্যরা। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।