চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তলসহ দুইজন আটক

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে একটি বিদেশে পিস্তল দুইটি ম্যাগাজিন একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে ৫৯ বিজিবি। 

  নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১৮০/ এস পিলার হতে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাবিলদার সানোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল দুইটি ম্যাগাজিন একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে ৫৯বিজিবি।

আটককৃত ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৩৫) একই গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দিন(৪৩) কে হাতে নাতে আটক করে। 

আজ সকালে প্রেস ব্রিফিংয়ে  ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত করে বলেন , মাদক, অস্ত্র, গোলাবারুদ চোরাচালানর বিরুদ্ধে জিরো টলারেন্স নিতি  বাস্তবায়নে বিশেষ টহল অভিযান অব্যাহত রয়েছে।