
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার রাতে জেলার সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাব্বি বিশ্বাস সোহাগ(২১) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দরি নাড়িচা এলাকার মৃত মইন বিশ্বাসের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বুধবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় একটি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ রাব্বি বিশ্বাস সোহাগকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।