
শিশুদের সংবাদ ও প্রোগ্রাম নিয়ে আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে নতুন শিশুভিত্তিক সংবাদমাধ্যম ‘চাইল্ড ম্যাসেজ’। উদ্বোধন করবেন বিশ্বজয়ী কোরআন হাফেজ শাকিব।
নির্বাহী কর্মকর্তা আরিফ রহমান বলেন, ‘পবিত্র মাহে রমজানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দেশের গর্ব ও বিশ্বজয়ী কোরআন হাফেজ শাকিবকে দিয়ে উদ্বোধন করাব। ১০ মে এই বিশ্বজয়ী কোরআন হাফেজের সঙ্গে শিশুরা সরাসরি কথা বলার মধ্য দিয়ে জাতিসংঘের শিশু সনদ ১৯৮৯ নীতিমালা ১৩ অনুচ্ছেদ বাস্তবায়নে কাজ শুরু করবে চাইল্ড ম্যাসেজ। চাইল্ড ম্যাসেজ শিশুদের অধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত প্রোগ্রাম আয়োজন ও প্রচার করবে। শুধু বাংলাদেশের শিশুদের জন্য চারটি নিয়মিত আয়োজন প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
জানা গেছে, চাইল্ড ম্যাসেজে উপস্থাপনা থেকে সংবাদ লেখা, সব কাজই করবে শিশুরা। এক শিশু অন্য শিশুর অধিকার বাস্তবায়নে কাজ করবে এই প্ল্যাটফর্মে।