চাকরি দেওয়ার প্রলোভনে দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের নয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি দেওয়ার প্রলোভনে দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১ এর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত প্রতারকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনে হায়দারাবাদ এলাকার মো. ফারুক হোসেন (৩৫), ধীরাশ্রম এলাকার মো. এনামুল হক মামুন (২৮), খুলনার দিঘুলিয়া থানার লাকোহাটি এলাকার মো. শরীফ সেলিম (৩২), ডুমুরিয়া থানার মাঘুরঘোনা এলাকার কার্তিক ঘোষ (২৬), গাইবান্ধার পলাশবাড়ী থানার বেলাকোপা এলাকার মো. মেহেদী হাসান (২৭), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাচ কমলাপুর এলাকার মো. বাপ্পি হোসেন (২৮), যশোরের মনিরামপুর থানার বারপাড়া এলাকার সাঈদ (২৫), কেশবপুর থানা এলাকার মো. হাবিবুর রহমান (২৫) ও মো. সুজন মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানির কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে বুধবার রাতে গাজীপুরের ধান গবেষণা কেন্দ্রে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের নয় সক্রিয় সদস্যকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরির ভুয়া নিয়োগপত্রসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একটি প্রাইভেটকার, ১৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন জেলা হতে প্রার্থী সংগ্রহ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেন। পরে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি হয়েছে মর্মে তাদের গাজীপুরের আশপাশে বিভিন্ন মেসে, বাসাবাড়িতে থাকার জায়গা করে দেন। প্রতারিত ১৮ জন যুবকের কাছ থেকে জনপ্রতি সর্বনিম্ন সাত লাখ থেকে সর্বোচ্চ ১১ লাখ ২০ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৬২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের সদস্যরা।

র‌্যাব জানায়, আসামি ফারুক, শরীফ সেলিম, মেহেদী হাসান একে অপরের যোগসাজশে ও প্রতারক চক্রের অন্যদের সহযোগিতায় বেকার যুবকদের কাছ থেকে দীর্ঘ দিন ধরে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছেন বলে স্বীকার করেছেন।