চাকরি পেয়ে বিপদে যুবক, অপহরণের পর মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে

সরকারি চাকরি পাওয়ার জন্য সবাই চেষ্টা করে থাকেন। কিন্তু সেই সরকারি চাকরি পেয়েই এবার বিপদে পড়তে হলো অবনীশ নামে এক যুবককে। সরকারি চাকরি পেতেই অপহরণের শিকার তিনি। তার মাথায় বন্ধুক ঠেকিয়ে বিয়ের জন্য রাজি করানো হলো।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। ভুক্তভোগী ওই যুবক পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দ্রুতই শিক্ষক হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

ডজনখানেক লোক বন্দুক ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় অবনীশকে এবং জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত শুক্রবার রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে দুটি গাড়ি তার পথরোধ করে। পরে গাড়ি থেকে ডজনখানেক লোক নেমে তাকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়।

অবনীশের বাবার নাম সুধাকর রাই। বিহারের বেগুরসরাই জেলার রাজৌরার বাসিন্দা তিনি। তার পাশের জেলা লক্ষ্মীসরাইয়ের গুঞ্জন নামে এক মেয়ের সঙ্গে তার চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি গুঞ্জনের আত্মীয়রা অবনীশের পরিবারকে জানায়।

গুঞ্জন অভিযোগ করে বলেন, অবনীশের সঙ্গে আমার চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সে আমাকে বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিল। তার স্কুলেও আমাকে নিয়ে গিয়েছিল। আমি যখন আমার পরিবারকে বিষয়টি জানাই এবং তাকেও বিয়ের জন্য বলি তখন সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। যার কারণে বর তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেছি।

অবনীশ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, ওই মেয়ের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে আমাকে বারবার ফোন এবং ধাওয়া করে হয়রানি করত। ঘটনার দিন, আমি স্কুলে যাওয়ার সময় কিছু লোক আমাকে অপহরণ ও মারধর করে। জোর করে মেয়ের মাথায় সিঁদুর লাগাতে বলে। আমি এর প্রতিবাদ করেছি।

অপহরণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন অবনীশ।