চাকরি রাজস্বকরণের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার্স এসোসিয়েশন।

এর আগে কমিউনিটি ক্লিনিকের কর্মীরা তাদের পরিচালকের অফিসের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান করেন। দাবি পুরণের আশ্বাস না পাওয়ায় তারা শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা গত ১৩ ফেব্রুয়ারি থেকে অবস্থান করছি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রধান কার্যালয়ে পরিচালকের অফিসের সামনে অবস্থান করেছি। আমাদের চলমান কর্মসূচিতে প্রায় ২০০ সহকর্মী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এমন অবস্থায়ও দাবি পূরণের কোনো ঘোষণা কিংবা প্রতিশ্রুতি না পাওয়ায় আজ থেকে আবারও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে।’

উল্লেখ্য, আমরণ অনশন কর্মসূচি পালনে নেতৃত্ব দেওয়ায় ৮ জনকে সাময়িক বহিস্কার করেছে স্বাস্থ্য অধিদফতর।