ক্রীড়া ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর আবু ধাবিতে দ্বিতীয়টিতেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ইয়াসিরের ঘূর্নিতে দ্বিতীয় টেস্টে ১৩৩ রানে হেরে সিরিজ খুইয়েছে ক্যারিবীয়রা।
তবে তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে হারলেও চাপে নেই বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার। দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞতা অর্জন করছেন বলে জানিয়েছেন ক্যারিবীয় এ দলপতি।
আবু ধাবিতে দ্বিতীয় ম্যাচে হারের পর হোল্ডার বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি কোনো চাপ অনুভব করছি না। আমাদের দলটি খুবই তরুণ এবং অনভিজ্ঞ। এ দল থেকে ভালো ফলাফলের জন্য অপেক্ষা করা লাগবে। আমরা সেই অপেক্ষাতেই রয়েছি। শেষ কয়েকটি সিরিজে আমাদের ধারাবাহিকতা নেই। আমি এখানে নিজের সাধ্যের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা করছি।’
বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে ৮ নম্বর অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে দলটি। ওয়েস্ট ইন্ডিজ দলটির উন্নতির জন্য সমর্থকদের অপেক্ষা করার কথা জানিয়েছেন হোল্ডার।
এ প্রসঙ্গে ক্যারিবীয় দলপতির বক্তব্য, ‘আমরা নিজেদের অবস্থান বুঝতে পারছি। তবে এটা সত্য যে আমরা শেষ এক দশক ধরে সংগ্রাম করছি। আমরা এ পরিস্থিতি কাটিয়ে উঠার চেষ্টা করছি। নতুন কিছু খেলোয়াড় নিয়ে আমরা যাচাই-বাছাইয়ের মধ্যে রয়েছি। উন্নতির জন্য এসব তরুন খেলোয়াড়দের কিছুটা সময় দিতে হবে।’