এ রায় ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্যও একটি কূটনৈতিক পরীক্ষা। কারণ জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকা আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। কিন্তু ভারত এ পর্যন্ত এতে কোনো আগ্রহ দেখায়নি। কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণা করা হয় এবং রায় ঘোষণার সময় ঢাকায় হাসিনা-বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম। বিবিসি, আল-জাজিরার মতো গণমাধ্যম এটি সরাসরি সম্প্রচার করে।
আল জাজিরা শিরোনাম করেছে ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।’
সিএনএন তাদের খবর করেছে ‘বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড।’ তারা শেখ হাসিনার রাজনীতিক জীবনের নানান দিক, বাবা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের মৃত্যুর পর ভারতে থাকা, সেখান থেকে ফের বাংলাদেশে ফেরা এবং পরবর্তীতে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ঘটনাবহুল জীবনের কথাও প্রতিবেদনে লিখেছে।
ভারতের প্রায় প্রত্যেকটি গণমাধ্যমে শেখ হাসিনার রায়কে অন্য সব খবরের চেয়ে গুরুত্ব দেয়া হয়েছে। দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড।’ ইন্ডিয়া টুডে লিখেছে, ‘শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পেলেন মৃত্যুদণ্ড। সাবেক পুলিশ প্রধান রেহাই পেলেন মৃত্যুদণ্ড থেকে।’ টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুসহ ভারতের সব সংবাদমাধ্যমে রায়ের খবর এসেছে। তারা রায়ের আগে-পরে শেখ হাসিনার প্রতিক্রিয়া এবং বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত কতটুকু বাধ্য তা নিয়েও নানান মন্তব্য ও খবর প্রকাশ করেছে।
তুর্কিয়ে বার্তাসংস্থা আনাদোলু তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড।’
লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর তাদের শিরোনামে লিখেছে, ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ড।’ পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন লিখেছে, ‘ছাত্রদের আন্দোলনে দমন-নিপীড়ন চালানোয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড।’ জিও টিভির শিরোনামও প্রায় একইরকম ছিল।
অনেক গণমাধ্যম আদালতের বিচারকাজ নিয়ে হাসিনার অসন্তুষ্টি ও আপত্তির কথা উল্লেখ করেছে। মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘রায় আগে থেকে ঠিক করা’ বলে তার মন্তব্যের কথাও আছে কোথাও কোথাও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশজুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রায়ের পর আদালতচত্বরে আনন্দের হিল্লোল ছড়িয়ে পড়ার কথাও জানায় তারা।
রায়ের আগে হাসিনার ছেলে জয়ের এক বিশেষ সাক্ষাৎকারও ছাপায় তারা। যেখানে বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে সহিংসতা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারিও এসেছে তার কাছ থেকে। গত বছরের গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতে হওয়া বিচারে তাকে যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা এসেছে রুশ গণমাধ্যম আরটির খবরেও। রায়ের আগে ধানমন্ডি ৩২ নাম্বার অভিমুখে আওয়ামী লীগ বিরোধীদের বিক্ষোভের কথাও জানিয়েছে তারা।
ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনে হাসিনার পাশাপাশি মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতিক্রিয়াও ছেপেছে। যেখানে তিনি বলেছেন, যে আদালত তাদের সাজা দিয়েছে সেটি ‘অবৈধ ও অসাংবিধানিক’।
ভারতে থাকা কামাল বলেছেন, নয়াদিল্লি এই রায়কে মোটেও গুরুত্ব দেবে না বলেই তার বিশ্বাস; এবং এই কারণে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিক থেকে আসা যেকোনো চাপ প্রতিহত করবে।
প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে হাসিনাকে দোষী সাব্যস্ত করে বিচারক গোলাম মর্তুজা মজুমদারের দেয়া টেলিভিশনে সম্প্রচারিত রায়ের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। এ রায়ের ফলে বাংলাদেশের ‘রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে’ বলে তাদেরকে বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিন। তিনি হাসিনার বিচারপ্রক্রিয়ার ত্রুটির সমালোচনাও করেছেন।
১৫ বছর দোর্দণ্ড প্রতাপে শাসন করার পর ক্ষমতাচ্যুত হাসিনার মৃত্যুদণ্ডের খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। তারা রায়ের আগে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদারের খবর যেমন দিয়েছে, তেমনি রায়ের পর ভারত থেকে পাঠানো শেখ হাসিনার প্রতিক্রিয়াও ছেপেছে।
এ ছাড়াও নেপালের কাঠমান্ডু পোস্টসহ প্রতিবেশী সব দেশের প্রায় সব গণমাধ্যমেই প্রথম কোনো বাংলাদেশী সরকারপ্রধানের মৃত্যুদণ্ডের খবর গুরুত্ব পেয়েছে।
চ্যানেল নিউজ এশিয়া লিখেছে, বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল গত বছরের সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়নের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় এ রায় দেয়া হয়। হাসিনার বিরুদ্ধে বিচারটি অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়। কারণ তিনি বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। দশকের মধ্যে কোনো সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটাই সবচেয়ে নাটকীয় ও গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকায় রায়টি রাজনৈতিকভাবে আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। হাসিনার আওয়ামী লীগকে এরই মধ্যে নির্বাচনে অংশ নেয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে রায়টি নতুন অস্থিরতার জন্ম দিতে পারে।
ভারতের অনলাইন টেলিগ্রাফ লিখেছে, বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গঠন করা হয়েছিল তার নিজের আওয়ামী লীগ সরকারের সময়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচার করার উদ্দেশ্যে তিনি গঠন করেছিলেন এ আদালত। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন দমনে অভিযুক্ত হয়ে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল- দু’জনকেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে দেয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলে আদালতকক্ষে করতালিতে ফেটে পড়েন উপস্থিত মানুষরা। হাসিনা ও কামাল গত বছরের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যান। অনুপস্থিতিতেই তাদের বিচার হয়। হাসিনা ভারতে নির্বাসনে রয়েছেন।
কৈফিয়তের চাপ বাড়বে, হাসিনাকে ফেরাবে না ভারত : বিবিসি
বিবিসি সরাসরি খবর প্রচারের পাশাপাশি আরো লিখেছে, আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করেছে। তার অনুপস্থিতিতেই বিচার করা হয়। কারণ ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে আখ্যা দিয়েছেন। এ রায় বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্ম দিয়েছে।
কারণ ২০২৪ সালের বিক্ষোভ ছিল দীর্ঘদিনের দমনপীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কোচনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ- এমনটাই বিশ্লেষণ করেছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা অনবারাসান ইথিরাজন। এ রায় ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্যও একটি কূটনৈতিক পরীক্ষা। কারণ জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকা আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। কিন্তু ভারত এ পর্যন্ত এতে কোনো আগ্রহ দেখায়নি। কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণা করা হয় এবং রায় ঘোষণার সময় ঢাকায় হাসিনা-বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইয়েনি শাফাক তার খবরে লিখেছেন, ঢাকার একটি ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে।
তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এ রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেয়ারও কোনো প্রশ্ন উঠছে না।
গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিতই থাকছে। এর অর্থ, তাকে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


