
নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর চামড়া বিদেশে পাচার রোধে অতি দ্রুত সময়ের মধ্যে ব্যাংক ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শাহীন আহমেদ এ আহ্বান জানান।
প্রতি বছর ২০ শতাংশের মতো চামড়া পাচার হয় এমন তথ্য উপস্থাপন করে শাহীন বলেন, ‘এ বছর চামড়া সংগ্রহ অভিযানে আমাদের গতি একটু ধীর হবে। কারণ সাভারে আমাদের স্থাপনাগুলো এখনো সঠিকভাবে সম্পন্ন হয়নি। প্রতি বছর ২০ শতাংশের মতো চামড়া পাচার হয়ে থাকলেও এবার একটু বেশি আশঙ্কা করছি। এর কারণ আমরা চামড়ার মূল্য হিসেবে এ বছর আড়তদারদের তেমন অগ্রিম দিতে পারিনি। এ সুযোগটা পাচারকারীরা গ্রহণ করে নগদ অর্থ দিয়ে চামড়া কিনে সীমান্ত দিয়ে পাচার করতে পারে।’
ব্যাংক ঋণের জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে সাধারণত ৪০০-৫০০ কোটি টাকা কোরবানির জন্য অগ্রিম দেয়। বিশেষ করে রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক থেকে গত বছর ২০০ কোটি টাকা অগ্রিম হিসেবে পেয়েছিলাম। কিন্তু এ বছর খুব একটা অগ্রিম পাইনি। এর ফলে অনেক ট্যানারি মালিক চামড়া কিনতে পারবে না। সুতরাং রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে ঋণ দিতে অনুরোধ করব। যা দ্রুততার সঙ্গে ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। তা ছাড়া গত ২০ বছরে কোনো ট্যানারি মালিক ঋণ খেলাপি হয়নি।’
ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘হাজারীবাগ, পোস্তা ও সাভারে আস্তে আস্তে চামড়া জমতে শুরু করেছে। সেখানে লবণ দেওয়া হচ্ছে। আমরা সেখান থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করব। সরকারের বেঁধে দেওয়া দাম অনুসরণ করেই চামড়া সংগ্রহ করব। সে হিসেবে চামড়ার মূল্য ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা হবে। তাই দাম বৃদ্ধি বা কমে যাওয়ার আশঙ্কা নেই। আমরা কখনই সরাসরি চামড়া সংগ্রহ করি না। তবে এ বছর আড়তদারদের অগ্রিম কোনো টাকা দিতে পারিনি।’
শাহীন বলেন, কোরবানিতে আমাদের লক্ষ্যমাত্রা ৫০-৫৫ লাখ গরুর চামড়া ও ছা্গল ও মহিষ মিলিয়ে ২০-১৫ লাখ পিস। যা আমরা সংগ্রহ করতে পারব বলে মনে করি।
তিনি বলেন, এ বছর এপ্রিলে সাভারে ট্যানারি স্থানান্তর হওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। চলতি বছরে ৪০০ মিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল, হঠাৎ করে চামড়া শিল্প স্থানান্তরসহ বিভিন্ন কারণে মাত্র ২৩২ মিলিয়ন চামড়া রপ্তানি হয়েছে।
এবারে সরকারের পক্ষ থেকে ঢাকায় গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা। যা ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা। অন্যদিকে খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা, বকরির চামড়ার প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা এবং মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ টাকা।
সংবাদ সম্মেলনে ট্যানার্স এসোসিয়েশনে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।