চারটি ক্লাবেই ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার

ঢাকা: রাজধানীর বাণিজ্যিক এলাকাখ্যাত মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ক্লাবগুলো থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য দু’একটি ক্লাব থেকে নগদ টাকা, মাদক উদ্ধার করা হয়েছে।

অভিযান চালানো ক্লাবগুলো হলো- মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া চক্র, দিলকুশা স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে ক্লাবগুলোতে অভিযান শুরু করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো।

এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, চারটি ক্লাব থেকেই ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখন এসব মালামাল সিজ করা হবে। আমাদের পুলিশ সেগুলোর তালিকা করছে। কোন ক্লাবে বেশি খেলা হতো সিজার লিস্টে পরে জানা যাবে। তবে সব ক্লাবেই ক্যাসিনো খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এছাড়া চারটি ক্লাবের মধ্যে শুধু ভিক্টোরিয়া ক্লাব থেকে এক লাখ টাকা ও একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো কাউকে আটক করা হয়নি, তবে যেভাবে হোক আমরা ক্লাবে ক্লাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে।