চারদিন পর দেখা মিলল সূর্যের

রাজধানীসহ সারা দেশের আকাশে গত চারদিন ছিল মেঘের ঘনঘটা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ঝরে। বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ এলাকায় বাড়তে থাকে শীত। সেই অবস্থা কেটে গেছে। চারদিন পর আকাশে মেঘলা ভাব কেটে গিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকেই রোদ ঝলমল সূর্যের দেখা মিলল।

এদিকে বৃষ্টির শঙ্কা আর নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, গত বুধবার বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ ভারতের স্থলভাগ অতিক্রম করে আরব সাগরে গিয়ে পড়েছিল। সেখান থেকে এটি আরও মেঘ তৈরি করছে, যা ভারত ও বাংলাদেশের আকাশে ছিল। এ কারণে চার দিন ধরে আকাশে মেঘলা ভাব ছিল।

এদিকে মেঘ সরে গেলেও উত্তরাঞ্চলে শীতের হিমেল হাওয়া কমেনি। পঞ্চগড়-কুড়িগ্রামসহ উত্তরের জনপদে শীত বেড়েছে। সেখানকার বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে।