চারশো ছাড়ালো শ্রীলঙ্কার লিড

ক্যান্ডি টেস্টে চারশো ছাড়ালো স্বাগতিকদের লিড। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রান করেছে স্বাগতিকরা। নিরোশান ১৫ রানে ব্যাট করলেও রমেশ মেন্ডিস এখনও রানের খাতা খুলতে পারেননি।

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৪৯৩ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে পাওয়া ২৪২ রানসহ লঙ্কানদের লিড এখন ৪০৫ রান।

আগেরদিন ৭ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৭ রান করেছিল শ্রীলঙ্কা। আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেন দুই অপরাজিত ব্যাটসম্যান করুনারাত্নে ও ম্যাথুজ। তাইজুল ও মেহেদি মিরাজের ভিন্ন ভিন্ন ওভারে ছক্কা হাঁকান দুজনই।

তবে ম্যাথুজকে বেশিক্ষণ হাত খুলে দেননি তাইজুল। ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে ম্যাথুজকে শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তাইজুল। আউট হওয়ার আগে ৩৫ বলে ১২ রান করেন ম্যাথুজ।

এরপর ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে জুটি গড়েন করুনারাত্নে। তাদের চতুর্থ উইকেট জুটিতে আসে ৭৩ রান। দুজনই রান তুলতে থাকেন ওয়ানডে মেজাজে। তাইজুল-মিরাজকে দিয়ে কাজ হচ্ছিল না দেখে ইনিংসের ২১তম ওভারে তাসকিন আহমেদকে আক্রমণে আনেন মুমিনুল।

তাতেও ফায়দা হয়নি। তাই শেষমেশ পার্টটাইমারের দ্বারস্থ হন বাংলাদেশ অধিনায়ক। সাইফের ব্যক্তিগত তৃতীয় ওভারের শেষ বলে শর্ট লেগে দাঁড়ানো বদলি ফিল্ডার ইয়াসির আলি রাব্বির হাতে ধরা পড়েন ৬৬ রান করা করুনারাত্নে।