চার ঘণ্টা পর বিদ্যুৎ ফিরেছে সচিবালয়ের একাংশে

চার ঘণ্টা পর সচিবালয়ের একাংশে বিদ্যুৎ ফিরেছে। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর থেকে দেশের বড় একটি অংশ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এছাড়া উত্তরা, গুলশান, বারিধারা ও মিরপুরসহ কয়েকটি এলাকায় সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে সচিবালয়ের ফটক এবং বাইরের দেয়ালে বাতি জ্বলতে দেখা গেছে। তবে ভেতরে ভবনে বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

এছাড়া বিদ্যুৎ ভবনে বিকেল ৫টা ৪২ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এ ভবনের ভেতরেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।