সচিবালয় প্রতিবেদক : আদি বুড়িগঙ্গা, ধলেশ্বরী, কর্ণফুলী ও বড়াল নদী অচিরেই দখল ও দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
রোববার বিকেলে নৌপরিবহণ মন্ত্রণালয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্সের ৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নদী ভরাট করে পাবনার চাটমোহর পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক মার্কেট তৈরির কাজ বন্ধ এবং পাবনার ইছামতি নদী খনন করার পদক্ষেপ নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।
সভায় জানানো হয়, নদীর দুই পাড়ে বিআইডব্লিউটিএ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত আছে। নদীর সীমানা চিহ্নিত করার লক্ষ্যে জরিপ অধিদপ্তর থেকে নকশা তোলার কাজ চলছে। এ পর্যন্ত ৮৬০টি নকশা তোলা হয়েছে। বুড়িগঙ্গা নদীর তীরে অননুমোদিত ৪৫টি ধর্মীয় স্থাপনার বিষয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে আরো আলোচনার সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহণ মন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান। উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব অশোক মাধব রায়, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা।


