চার হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রতিবেদক : বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামাসহ চার হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

 

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন জুয়েল, নাহিদ, সোহাগ, কাব্য, ইকবাল ও রাজু।

 

দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

গত বছরের ১৩ আগস্ট বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে বৈঠকরত লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে দুর্বৃত্তরা। এতে নিহত হন বাড্ডার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন মোল্লা, স্থানীয় যুবলীগ নেতা আবদুস সালাম, ব্যবসায়ী ফিরোজ আহমেদ মানিক। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান গামা চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান।