সচিবালয় প্রতিবেদক : রাজধানীতে চালের দাম কিছুটা বাড়লেও এই দাম বৃদ্ধির জন্য কৃত্রিম সংকটকে দায়ী করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেছেন, এই মুহূর্তে চালের কোনো সংকট নেই। আমন ধান সংগ্রহের আগ পর্যন্ত কোনো অবস্থাতেই চালের সংকট হবে না।
রোববার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মিল মালিকদের সঙ্গে এক সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের কাছে ২৪ লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত রয়েছে। খাদ্যভাণ্ডারে স্টক আছে ৭ লাখ মেট্রিক টনেরও বেশি চাল। মিল মালিকদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সংগ্রহ হলে এই মাস শেষে খাদ্যভাণ্ডারে জমা থাকবে ৯ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, ঢাকায় চালের দাম কিছুটা বাড়তি আছে। এর কারণ কৃত্রিম সংকট। কিন্তু রাজধানীর বাইরের অন্যান্য স্থানে এই বাড়তি দাম নেই। এই সপ্তাহের পরে এই কৃত্রিম সংকট আর থাকবে না।
আগামী সপ্তাহ নাগাদ চালের দাম স্থীতিশীল হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।