চা-বাগানে মাতৃমৃত্যু হার কমানোর উদ্যোগ

হবিগঞ্জ প্রতিনিধি : দরিদ্র প্রসূতি মায়েদের সেবায় হবিগঞ্জের চা-বাগান এলাকাগুলোতে ভ্যানগাড়ি বিতরণ করেছেন সংশ্লিষ্ট এলাকার সাংসদ কেয়া চৌধুরী। গর্ভকালীণ মাতৃমৃত্যুর হার কমাতেই এই উদ্যোগ।

হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকায় গড়ে ওঠা চা-বাগানগুলোতে অবস্থানরত প্রসূতি মায়েদের সেবায় সচেতনতার অভাব প্রকট। এ কারণে এখানে অনেক মা মারা গেছেন। বিষয়টি উপলব্ধিতে এনে কাজ শুরু করেন এমপি কেয়া চৌধুরীর। বাগানে বাগানে তিনি বিনামূল্যে সরকারী ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। বাগানের শ্রমিক পরিবারের জীবনযাত্রায় আরও গতি বাড়াতে উন্নয়নমূলক বরাদ্দ দিচ্ছেন। বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার বাগানে বাগানে ভ্যানগাড়ি বিতরণ করেছেন।

গর্ভকালীণ নারীদের তাৎক্ষণিক চিকিৎসালয়ে নিয়ে যেতে ব্যবহার হবে এসব ভ্যানগাড়ি। এ ছাড়া প্রয়োজনে এসব ম মায়েদের এ গাড়ি করেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করানো যাবে। এখানের ৮ চা বাগানে ও ১টি পুঞ্জিতে এ পর্যন্ত ৯টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উপহার হিসেবে এসব ভ্যানগাড়ি তিনি শ্রমিকদের হাতে তুলে দেন।

পাহাড়ি এলাকায় যানবাহন অভাবে দুর্ভোগে পড়া দরিদ্র মানুষেরা এসব বাহন পেয়ে উল্লসিত। তারা মনে করেন, কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক এ গাড়ি দিয়ে দ্রুত চিকিৎসালয়ে নিয়ে যেতে সহজ হবে।

গতকাল একটি বাগানে ভ্যানগাড়ি বিতরণকালে এমপি কেয়া চৌধুরী বলেন, ‘বাগানে সব সময় গাড়ি পাওয়া যায় না। তাই গর্ভবতী মা ও শ্রমিকরা কেউ অসুস্থ হলে এ ভ্যানগাড়ি কাজে আসবে।’

তিনি বলেন, ‘চা-বাগানের শ্রমিকরা পরিশ্রমী। তাদের জীবনযাত্রার উন্নয়নে বর্তমান সরকারের হয়ে আমি কাজ করছি। মাতৃমৃত্যু কমাতে এ পর্যন্ত ৯টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও বিতরণ করা হবে। কোন মাকে বিনা চিকিৎসায় মরতে দেয়া হবে না।’