চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুরোগে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জিসান (১৭) নামে এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
মৃত জিসান গাজীপুর জয়দেবপুর এলাকার একটি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ৯ শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সোয়া ৭টায় তার মৃত্যু হয়। হাসপাতাল একটি সূত্র এই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত জিসানের ভাই রাসেল হোসেন জানান, ১০ দিন ধরে জ্বর ছিল জিসানের। প্রথমে তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ২৬ আগস্ট ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি আছে ৪৬২ জন রোগী। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১০৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৪ জন।
তিনি আরও জানান, অনেক রোগী মারা গেছেন। কিন্তু তাদের মধ্যে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তাদের রক্তের নমুনা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিভাগে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন পেলে ঢামেকে মোট কতজন ডেঙ্গুতে মারা গেছে তা জানা যাবে।