রেজাউর রহমান ঢাকা: ভারতে চিকিৎসা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি আজ বিকেলে দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রণালয় ও দপ্তরসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা।
তিনি ভারতের ব্যাঙ্গালোরে প্রখ্যাত চিকিৎসক ডা.দেবি শেঠির তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করে পুরোপুরি সুস্থতা লাভ করেন। এজন্য পরম করুণাময়ের কাছে শোকরিয়া আদায় করে এবং তাঁর সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করার জন্য দেশবাসির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপণ করেছেন।