চিকিৎসা শেষ, বাসায় ফিরলেন প্রিন্স ফিলিপ

দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ।

মঙ্গলবার (১৬ মার্চ) চিকিৎসা শেষে বাকিংহ্যাম প্যালেসে ফেরেন তিনি।

অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি তাকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এক বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেস জানায় তার অসুস্থতার কারণ করোনা ভাইরাস নয়। তবে ঠিক কী কারণে প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা জানানো হয়নি।

সূত্র বিবিসি।