চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট ০৩ আসন থেকে নির্বাচন করতে চান

এম এম সি মেহেদী হাসান : বাংলাদেশ চলচ্চিত্র জগতের চিত্র নায়ক শাকিল খান বাগেরহাট ০৩ আসন থেকে আওয়ামীলীগের পক্ষে নির্বাচন করতে চান। এ লক্ষে তিনি তার কাজ করে করছেন।
সূত্রে প্রকাশ, বাংলাদেশ চলচ্চিত্র জগতের চিত্র নায়ক শাকিল খানের গ্রামের বাড়ি রামপাল উপজেলার গৌরাম্ভা গ্রামে। পরিবারটি ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়ির সাথে রয়েছে তার নাড়ীর যোগাযোগ। তাই সময় সুযোগ পেলে এলাকার অনুষ্ঠানে তার আগমন ঘটে। তিনি আওয়ামীলীগে বিশেষ কোন পদে না থাকলেও সরকারী চট্টগ্রাম কলেজের ছাত্রলীগৈর সাবেক ভিপি (১৯৮৪-৮৫-৮৬) ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে বাগেরহাট ০৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে আসছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলে আসছে। এলাকার বিভিন্ন স্থানে ছবি সহ রয়েছে নির্বাচনী প্রচারণা। গত ২২ ফেব্রæয়ারী তার গ্রামের আদি বাড়ি সন্নিকটে সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে তার উপস্থিতি ঘটে। বক্তব্যে তিনি বাগেরহাট ০৩ আসন থেকে আওয়ামীলীগের পক্ষে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী তাকে মনোনয়ন দিলে তিনি নৌকা প্রতীক নিয়েই নির্বাচনের মাঠে নামবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি চুলকাঠি প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করে চলছেন। তার এ উন্নয়নের ধারায় শরিক হতে তিনি বাগেরহাট ০৩ ( রামপাল-মংলা) আসন হতে সংসদ নির্বাচন করার ইচ্ছা পোষণ করেন। প্রধানমন্ত্রী ও দলের সভাপনেত্রী শেখ হাসিনা তাকে যোগ্য মনে করলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিবেন। আর তাকে দল থেকে নমিনেশন না দিলেও তিনি দলের সাথে এ এলাকার মানুষের জন্য কাজ করার কথা ব্যক্ত করেন। দেশকে ভালবেসে তিনি চলচ্চিত্র জগতে সুনামের সাথে কাজ করে আসছেন। দল থেকে তাকে মনোনয়ন দিলে তিনি এ এলাকার গণ মানুষের উন্নয়নে কাধে কাধ মিলিয়ে কাজ করবেন। তার ঢাকায় অবস্থান সম্পর্কে তিনি বলেন, ব্যবসায়ী বা আতœীয় স্বজনের কারণে তাকে ঢাকায় বসবাস করতে হচ্ছে। কিন্তু এ অ লেই তার আদি বাড়ী। তার ও তার বাবা-দাদার জন্ম এ অ লে। ঢাকায় থাকলেও এ অ লের মানুষের প্রতি রয়েছে তার মনের টান। এই মনের টানেই এ অ লের মানুষকে ভালবেসে তিনি বাগেরহাট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান।