চিরাচরিত এই ধারণাকে পুরোপুরি পাল্টে ফেলেছেন কারিনা

বিনোদন ডেস্ক : মা হওয়ার সময় হলেই বিশ্রামে চলে যাও- চিরাচরিত এই ধারণাকে পুরোপুরি পাল্টে ফেলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। গর্ভকালীন সময়ে কোনো ঝামেলা ছাড়াই নিজের কাজ চালিয়ে গেছেন তিনি। গত ডিসেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। এরই মধ্যে শুটিং সেটে হাজির হয়েছেন এ অভিনেত্রী।


গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের বান্দ্রায় মেহবুব স্টুডিওতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন কারিনা কাপুর। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপন এটি। জলপাই-সবুজ রঙের টি-শার্ট আর কালো জেগিংসে অভিনেত্রীকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। এমনকি শুটিং শেষে পুরো টিমের সঙ্গে ছবিও তোলেন কারিনা।

এর আগে সন্তান জন্মের পর মুম্বাইয়ের একটি ফ্যাশন শোয়ের ফাইনালে শোস্টপার হিসেবে ছিলেন কারিনা। এখন তিনি বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন। আগামী মে মাস থেকে তার পরবর্তী সিনেমা বীরে দি ওয়েডিং’র শুটিং শুরু করবেন তিনি।