চিরিরবন্দরে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে মারপিট” ১ জনের কারাদন্ড

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের চিরিরবন্দরে সাইতাড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে মারধর করেছে একই ইউনিয়নের মো: জাকির হোসেন (৩৩) ও মো: মোস্তাফা কামাল(৪৮)। এ ঘটনায় মো: জাকির হোসেনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, গতকাল সোমবার দুপুরে সাইতাড়া ইউনিয়ন ভূমি অফিসে পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে এডি এম কোর্ট এ চলমান মামলার প্রতিবেদন বিপক্ষে যাওয়ায় জাকির হোসেনসহ তিন জন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন সহকারী কর্মকর্তা মো: ফয়েজ উদ্দিনকে পুনরায় তদন্ত প্রতিবেদন প্রেরন করার দাবি জানান। কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তা করতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে জাকিরসহ তার দুই সহযোগীর ব্যাপক ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে জাকির হোসেন ভূমি কর্মকর্তা ফয়েজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাথারি মারপিট করে রক্তাক্ত জখম করে। পরিস্থিতি বেগতিক দেখে সংশ্লিষ্ট ইউনিয়ন সেবাপ্রার্থী ও ভুমি অফিসের পিওন দরজা বন্ধ করে দিয়ে চিরিরবন্দর এসিল্যান্ড মো: মাশফাকুর রহমানকে খবর দিলে তিনি পুলিশ সহ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা উদঘাটন করে তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং সরকারি কাজে বাধা দেয়ায় দন্ডবিধি ১৮৯ ধারায় ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করে। গ্রফতারকৃত জাকির হোসেন দক্ষিন পলাশবাড়ি গ্রামের আবুল কালাম আজাদের পূত্র।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহাকারি কমিশনার(ভূমি) মো: মাশফাকুর রহমান জানান, একজন সরকারি কর্মচারী রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি। তাদের সাথে আইন বহির্ভুত আচরণ খুবই দুঃখজনক। তাছাড়া এভাবে সরকারি কর্মচারীদের নিরাপত্তার প্রশ্ন উঠলে তারা কাজে স্পৃহা হারিয়ে ফেলবে। তাই অভিযুক্তকে আটক করে দন্ড বিধির ১৮৯ ধারা মতে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।