চিরিরবন্দরে ইট ভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কের ঠাকুরের মোড় নামক স্থানে রাস্তার পশ্চিম ধারে আর এল নামে একটি ইটভাটা গড়ে তুলেন রাণীপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে রবিউল ইসলাম। ওই ইটভাটাটির পূর্বপাশেই রয়েছে জনবহুল বসতি ও পূর্ব-উত্তরপাশে উত্তর ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার রাণীরবন্দরের বাহাদুর বাজার চত্বরে মহাসড়কে এক মানববন্ধন করে।
ওই ইটভাটাটি বন্ধের জন্য নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল আলম ওরফে সফির নেতৃত্বে স্থানীয় জনগণ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন মোকছেদ মন্ডল, জাহাঙ্গীর আলম, আহমদ আলী প্রমূখ ।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, আমি নতুন ইটভাটা তৈরিতে মৌখিকভাবে বন্ধের জন্য বলেছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ জানান, নতুন ভাটার তৈরির বিষয়ে আমি কিছু জানি না। অবৈধভাবে ইটভাটা তৈরি হলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, গত ১০ নভেম্বর আর এল বি ভাটা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ শফিকুল আলম ওরফে সফি। গত ১২ নভেম্বর শনিবার ওই মানববন্ধনে স্বর্তস্ফুতভাবে জনগণকে সম্পৃক্ত করার জন্য প্রচারিত মাইক ভাংচুর ও প্রচারকারীকে মারপিট করে ওই ভাটা মালিকের লোকজন।