চিরিরবন্দরে দুর্নীতি বিরোধী মানববন্ধন

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে সারাদেশের ন্যায়ে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে চিরিরবন্দরের টিএনটি মোড় হতে ঘুঘরাতলী মোড় পর্যন্ত ২ ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’ এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সহযোগীতা করে চিরিরবন্দর উপজেলা প্রশাসন।
মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে উপজেলার ১০ টি স্কুল,মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ সহ¯্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত জেলা দুদকের কর্যালয়ের উপ-পরিলাচক আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বাবী, সহকারী কমিশনার(ভূমি) মো: মাশফাকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান তরু বালা,উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ,চিরিরবন্দর অফিসার ইনর্চাজ (ওসি) মো: হারিসুল ইসলাম, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মো: মনজুরুল ইসলাম. চিরিরবন্দর উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মো: খাইরুল আনম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিরিবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়,আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাতাব উদ্দিন সরকার প্রমুখ ।