
মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পে নির্বাচিত পাটচাষীদের প্রশিক্ষন গতকাল রোববার সকালে দিনাজপুর চিরিরবন্দরে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষন উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপসচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ লোকমান হাকিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন। প্রশিক্ষনে ১০০ জন অংশগ্রহনকারী পাটচাষীকে একটি করে উন্নতমানের ব্যাগ প্রদান করা হয়।