চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পানিতে ডুবে ও গলায় ফাঁস দিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় ভূষিরবন্দরস্থ ট্যালেন্টস প্রি-ক্যাডেট ও হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী শিমু আখতার (১৪) স্কুল থেকে বাড়ি ফিরে গিয়ে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় তার শয়ন কক্ষে ঘরের বর্গায় পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।
উল্লেখ্য যে, গত ক’দিন ধরে তার বড় বোন রিমুর সাথে কথা কাটাকাটি চলছিল। এতে সে বড় ওপর অভিমান করে মনের ক্ষোভে আতœহত্যা করে। সে উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের সিংগানগর গ্রামের গমির শাহ্পাড়ার মাহবুবুর রহমানের মেয়ে।
অপরদিকে, ওইদিন দুপুর ১টায় নানা বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে গিয়ে মারুফ হোসেন (৮) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। এ ঘটনাটি উপজেলার সাতনালা ইউনিয়নের পন্ডিতপাড়ায় ঘটেছে। সে তার নানা মৃত আহম্মদ আলীর বাড়িতে বেড়াতে এসেছিল।
এসময় সে অন্যান্য ছেলেদের সাথে ইছামতি নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গিয়ে মারা যায়। মারুফ পাবর্তীপুর উপজেলার শ্বাসকান্দর গ্রামের দুলাল ।