
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর চিরিরবন্দরে সাতনালা ইউনিয়নের জোত সাতনালা ডাঙ্গিরপাড় বটতলা দুর্গামÐপের দুর্গা প্রতিমাসহ বিভিন্ন প্রতিমা ভাংচুর করেছে দূবৃর্ত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান।
দুর্গামÐপ কমিটির সদস্য ধণন জয় রায় বলেন,বুধবার রাত ৩ টার দিকে মÐব থেকে সবাই ঘুমাতে বাড়ি চলে যাই। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের ভেতর দুর্গা, ল²ী ও সরস্বতী প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখে থানায় খবর দেয় বলে জানান তিনি। এছাড়া গতবছরেও ডাঙ্গিরপাড় বটতলা দূর্গামÐবে দূবৃর্ত্তরা প্রতিমা ভাংচুরের চেষ্টা করেছে বলে জানিয়েছে চিরিরবন্দর পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক লিটন বর্মন ।
এ ঘটনায় চিরিরবন্দর থানার ওসি মো: হারেসুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ওসি মো: হারেসুল ইসলাম জানান, জড়িতদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে।