চিরিরবন্দরে প্রধান শিক্ষক ছাড়া চলছে ৭০ সরকারী প্রাথমিক বিদ্যালয়

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক  সংকট পুরোপুরি কাটেনি। সর্বমোট ১৯৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও বর্তমানে অনুমোদিত ১৯৭টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক  ছাড়াই শ্রেণি কার্যক্রম চলছে ৭০টি বিদ্যালয়ে।

বিদ্যালয় গুলোতে সহকারী  শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৭৮৫টি কর্মরত আছেন ৭৫৮জন। ২৭টি সহকারী শিক্ষকের পদ এখনও শুন্য আছে। সব মিলিয়ে  ৯৭টি পদ শুন্য আছে। ২০১৩ সালে উপজেলার শুধুমাত্র ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  পদে জনবল  নিয়োগ করা হয়। পাশাপাশি সহকারী শিক্ষক  (প্রাক-প্রাথমিকসহ) পদে সর্বশেষ ২০১৬ সাল পর্যন্ত নিয়োগ দেয়া হয় ৭১ জনকে। তারপরও সংকট নিরসন হয়নি। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক  না থাকায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হাসান জানান, শিক্ষক  সংকটের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে সংকট নিরসন হবে।