
মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ঝারুয়ার পাড় এলাকায় বিরল প্রজাতির একাধিক পাখি উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সন্ধায় পাখি গুলোকে উদ্ধার করে স্থানীয়রা।
মাস্টারপাড়া গ্রামের বায়োজিত বাপ্পি জান্না, বুধবার বিকালে আমারা সবাই ফুটবল খেলতেছিলাম এমন সময় হঠাৎ করে একটি বিরল প্রজাতির পাখি বাশঁঝড়ে পড়লে সবাই ছুটে গিয়ে পাখিটি উদ্ধার করি।
এছাড়া জানা যায় একই এলাকার বিভিন্ন স্থানে একই রকমের আরো চারটি পাখি মাটিতে পড়লে এলাকাবাসী তা উদ্ধার করে। ওই এলাকার প্রবীন মো: রহিম শাহ্ বলেন, এ ধরনের পাখি বর্তমানে খুবই বিরল ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত পাখি গুলো ঈগল পাখি হবে।
পাখি নিয়ে কাজ করা পরিবেশবাদি সংগঠন সেতুবন্ধনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো: আলমগীর হোসেন পাখিগুলোকে দেখে জানান, পাখিগলোর শরীরের বিভিন্ন স্থানে আগাতের চিহ্ন রয়েছে। বর্তমানে পাখি গুলো খুবই দুর্বল। তাই অতি দ্রুত পাখি গুলোকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আবু সাঈদ এর সাথে কথা হলে তিনি জানান, আমি আপনার মাধ্যামেই সংবাদটি পেলাম তাই আমরা পাখি গুলো দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করছি।