
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নকে ঘিরে দিনাজপুরের চিরিরবন্দরে শরিক দল জাগপা’র ইফতার মাহফিলে বাঁধা দিয়েছে বিএনপি’র স্থানীয় সম্ভাব্য প্রার্থীর সমর্থকেরা।
গত মঙ্গলবার ৬ই মে উপজেলার রাণীরবন্দর মহিলা কলেজ চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন ২০ দলীয় শরিক দল জাগপা’র কেন্দ্রীয় নেতা আশরাফ আলী খান।
প্রশাসনের কাছে লিখিত আবেদনে অনুষ্ঠান অয়োজনের অনুমতিও ছিল তার। শেষ মুহুর্তে নির্ধারিত স্থানের পরিবর্তে ভূষির বন্দরে ছমিরউদ্দিন সরকার মেমোরিয়াল বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠান সারতে হয়েছে তাকে।
অনুষ্ঠানের আয়োজক জাগপা নেতা আশরাফ আলী খান দাবি করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শফিউল আলম প্রধান মারা যাবার আগে জোটের প্রধান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র হাতে ১২জন দলীয় প্রার্থীর তালিকা তুলে দিয়ে গেছেন। ওই তালিকায় দিনাজপুর ৪ আসন (চিরিরবন্দর-খানসামায়) জাগপার প্রার্থী হিসেবে তার নাম ১ নম্বরে রাখা হয়েছে।
দলীয় নেতার রুহের মাগফিরাত কামনায় আজ চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের মহিলা কলেজ চত্বরে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন ছিল তার। সুষ্ঠুভাবে দলের ওই অনুষ্ঠান আয়োজনে জেলা এবং উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন উপজেলা কমিটির নেতা আবুল কালাম আজাদ। দুইদিন ধরে মাইকিং করে প্রচারণাও চালানো হয়েছে ওই এলাকায়। প্রশাসনের অনুমতি নিয়ে অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ মুহুর্তে বাঁধা দিয়েছে বিএনপির সাবেক এমপি সংস্কারপন্থি নেতা আক্তারুজ্জামানের সমর্থকেরা।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়ে দল বিচ্ছিন্ন হয়েছেন আক্তারুজ্জামান। এবার জোটের প্রার্থী হিসেবে এই আসনটি জাগপাকে ছেড়ে দেবে বিএনপি। তাই জাগাপা অনুষ্ঠানে বাঁধা দিয়েছেন বিএনপির ওই সাবেক এমপি।
মতামত জানতে কয়েক দফায় ফোন কল দেওয়া হলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি বিএনপি নেতা সাবেক এমপি আক্তারুজ্জামানের।