
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রকে বলাৎকার করেছে এক যবুক ঘটনাটি ঘটেছে উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামে।
জানা গেছে, খোচনা গ্রামের কবিরাজ পাড়ার গোপীকান্তর ছেলে ৫৯নং খোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র সুশান্ত রায় জয়(১২)কে একই এলাকার হিরন্য কুমার রায়ের পূত্র দেবেস চন্দ্র রায়(২৫) বলাৎকার করেছে বলে পরিবার সহ এলাকাবাসী জানিয়েছেন। জয় জানায়,গত মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেবেসে চন্দ্র তার মটর সেচঘরে জয়কে ডেকে তার মুখ চেপে ধরে বলাৎকার করার সময় তার চিৎকারে প্রতিবেশী মালতি রানী ছুটে আসলে বলাৎকার কারী দেবেস চন্দ্র মটরঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী জানায় ইতিপূর্বে সে বিভিন্ন সময়ে অনেককে বলাৎকার করার চেষ্টা করে। জয় এর ঠাকুর মা বিনা রানী জানায় ,সংসারে অভাব অনটন থাকায় দীর্ঘ দিন যাবত ছেলে বৌ ঢাকায় গার্মেসে চাকুরী করায় জয় ও তার ছোট ভাইকে দেখাশুনা আমি করি।
এ ঘটনাটি এলাকায় জানাজনি হলে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে স্কুল যাওয়ার পথে জয়কে দেবেসের পরিবারের লোকজন আটক করে বিভিন্ন প্রকার হুমকি দেয় বলে জয় মুঠোফোনে সাংবাদিকদের জানায়।
খোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় এর সাথে কথা হলে তিনি জানায়,আমি ঘটনাটি শুনেছি এবং জয়কে দেখতে তার বাড়ি গেয়েছি।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইন্দ্র চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি নিয়ে মীমাসাং কথা চলছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো:মোকারম হোসেনের সাথে কথা হলে তিনি জানায় , বিষয়টি নিয়ে ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি। তিনি দু-পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে মীমাংসার করে দিতে বলেছি।