চিরিরবন্দর স্টার ক্লাব ও ক্লিপিং বিডি ব্যাটমিন্টন টুর্নাম্যান্টের শুভ উদ্ভোধন

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
চিরিরবন্দর স্টার ক্লাব ও ক্লিপিং বিডি এর উদ্যগে গতকাল রবিবার রাত ৮ ঘটিকায় সাত দিন ব্যাপী ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত টুর্নাম্যান্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আজিজুল ইমাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান দিনাজপুর।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম রাব্বী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিরিরবন্দর, আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, চিরিরবন্দর উপজেলা শাখা সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, মোস্তাফিজুর রহমান ফিজার, সদস্য জেলা পরিষদ,আব্দুল আলিম সরকার, ক্লিপিং বিডির চেয়ারম্যান আব্দুস সামাদ সরকার, শহীদুল ইসলাম সহ অনেকে। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানসিক ও শারীরিক সুস্থ্যতায় খেলাধুলার কোন বিকল্প নাই।
তিনি আরও বলেন দিনাজপুর জেলার সকল উপজেলার অবৈধ দখল হওয়া সকল খেলার মাঠকে অবমুক্ত করা সহ প্রতিটি উপজেলায় একটি করে জিমনেসিয়াম তৈরীর প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি এই উদ্দ্যকে স্বাগত জানান এবং বক্তব্য শেষে ফিতা কেটে ও আতশবাজীর মধ্য দিযে টুর্নাম্যান্টের শুভ উদ্ভোধন করেন।