চি‌রিরবন্দ‌রে চোর আটক

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপু‌রের চি‌রিরবন্দ‌রে চুরি করার সময় কাজল নামে এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক চোর উপজেলার ভিয়াইল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের তালিকাভুক্ত চোর ঠাকুরের পুত্র। পুলিশ জানায়, ২৭ এপ্রিল শুক্রবার রাতে কয়েকজন চোর ভি‌য়াইল ইউ‌নিয়‌নের জয়পুর গ্রা‌মের আব্বাস আলীর পুত্র আজিজুলের বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়ীতে ঢুকলে বাড়ীর মালিক টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী চোর কাজলকে আটক করে। এলাকবাসীর ধারনা ইতিপূর্বে এলাকায় গরু চুরি থেকে শুরু করে বড় ধরনের চুরির সাথে কাজল জড়িত আছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি মামলা হয়েছে।