১৯৯৮ সালে ইউক্রেন থেকে কাঠামোটি কেনার পর দুই যুগ পেরিয়েছে। এখন নিজেদের এয়ালক্রাফ্ট ক্যারিয়ার ‘লিয়াওনিং’কে স্বয়ংসম্পূর্ণ করে ফেলেছে চীন। এর পাশাপাশি নেভিকে ক্রমশ আরো উন্নত করে তুলছে দেশটি। বেইজিংয়ে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নাভাল ক্লাব। লিয়াওনিং চীনের মিলিটারি হার্ডওয়্যারে পরিণত হয়েছে। একে রাশিয়ার পুরনো মডেলের মতো গড়ে তোলা হয়েছে।