আন্তর্জাতিক ডেস্ক : চীনের উইঘুর অধ্যুষিত জিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির অফিসে হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
নিহত পাঁচজনের মধ্যে চারজন হামলাকারী এবং একজন স্থানীয় বাসিন্দা।
জিনজিয়াংয়ের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, চার হামলকারী একটি গাড়ি নিয়ে কমিউনিস্ট পার্টির অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে বিধ্বংসী ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে একজন মারা যায়। পরে পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হয়।
চীনের জিনজিয়াং প্রদেশে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রদেশে মুসলিম উইঘুর ও চীনা হান সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়েছে।
চীন সরকার দাবি করে, মুসলিম মিলিশিয়ারা এই প্রদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী। কিন্তু অধিকারকর্মী ও নির্বাসিত উইঘুর সম্প্রদায়ের লোকদের অভিযোগ, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর নিয়ন্ত্রণ আরোপের কারণে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
জিনজিয়াং প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, উইঘুরদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কারাকাক্স কাউন্টিতে এ হামলা হয়েছে। হামলায় একজন এবং পুলিশের গুলিতে চার হামলাকারীই নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তবে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে। তবে সেখানকার পরিস্থিতি এখন শান্ত বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।