
আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিয়াংসু প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।
এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জিয়াংসু প্রদেশের ফেংসিয়ান কাউন্টিতে বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে।
আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ বিস্ফোরণে শিশুসহ বহু লোক আহত হয়েছে। তবে কেউ নিহত হয়েছেন কি না, তা বলেনি তারা।
অনলাইনে পোস্ট করা ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে আছে শিশু ও বয়স্কসহ অনেকে। কারো কারো শরীর থেকে রক্ত ঝরছে।
ফেংসিয়ান কাউন্টির এক পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু করেছে তারা।
চীনের বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, কিন্ডারগার্টেনের প্রবেশপথে এ বিস্ফোরণ হয়েছে। এটি সন্ত্রাসী হামলা কিনা সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ।