আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিমানের অগ্রযাত্রায় পশ্চিমাদের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন যুদ্ধবিমান আকাশে উড়াল চীন।
স্টিলথ ফাইটার এফসি-৩১ গিরফ্যালকন নামের পঞ্চম প্রজন্মের এই বিমানের শুক্রবার পরীক্ষামূলক উড্ডয়ন করে দেশটি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
চীন তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুদ্ধবিমানবাহী জাহাজ মোতায়েন করেছে চীন। এই অঞ্চলে প্রথমবার এ ধরনের জাহাজ মোতায়েন করেছে মহড়া চালানোর ঘোষণা দিয়ে।
চীন স্টিলথ ফাইটার জে-৩১-এর নতুন নামকরণ করেছে এফসি-৩১ গিরফ্যালকন। চায়না ডেইল সোমবার জানিয়েছে, শুক্রবার প্রথমবারের মতো এফসি-৩১ আকাশে উড়েছে।
প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে অগ্রসর যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের এফ-৩৫। এই যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ জানিয়ে চীন তৈরি করেছে তাদের এফসি-৩১। এটি দুই ইঞ্জিন-বিশিষ্ট বিমান।
চায়না ডেইলির খবরে বলা হয়েছে, ২০১২ সালের অক্টোবর মাসে উদ্বোধন হওয়া জে-৩১-এর তুলনায় স্টিলথ সক্ষতায় এফসি-৩১ আরো ভালো, আরো আধুনিক ইলেক্ট্রনিক যন্ত্রপাতিসজ্জিত এবং এর পেলোড ক্যাপাসিটি বেশি।