নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক বা ব্যবসায়িকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে সর্ম্পকে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নতি হওয়ায় ভারত, ইউরোপ, জাপানের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা নেই।’
বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশ চায়না : পারস্পারিক ও বহুমুখী সম্পর্ক’ শীর্ষক এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, আয়োজক সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রি. জেনারেল (অব.) শাহ্ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং ইতিবাচকই হবে। বাংলাদেশ এখন বিনিয়োগনির্ভর দেশ। দেশের ১৬ কোটি মানুষের শক্তিতে আমাদের অর্থনৈতিক উত্থান হবে।’
প্রাক্তন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘আমাদের আর্থ-সামাজিক অবস্থায় পরিবর্তন আসছে। চীন আমাদের আর্থিক, প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। বাংলাদেশের রপ্তানির ডেসটিনেশন হওয়া উচিত চীন। কারণ সেখানে ক্রেতা আছে।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশের ঘনিষ্ট বন্ধুদের একটি চীন। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নে চীন সব সময় সহায়তা করে আসছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নে, অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলা এবং ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প এবং প্রতিরক্ষার ক্ষেত্রেও চীন সহযোগিতা করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের মাধ্যমে এই সর্ম্পক আরো দৃঢ় হয়।’