আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিনজিয়াংয়ে বৃহস্পতিবার রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।
চীনের ভূমিকম্প নেটাওয়ার্ক সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে। ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে ভূকম্পনের কেন্দ্র। স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।
চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম উইঘুর সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আতঙ্কে লোকজন খোলা জায়গায় এসে অবস্থান নেয়।
চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জিনহুয়ায় বিস্তারিত কিছু বলা হয়নি।