চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দুয়েকদিনের মধ্যে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।
রোববার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, কোভিডের কারণে দীর্ঘদিন চীনে যাত্রা বন্ধ ছিল। বাংলাদেশের কয়েক হাজার শিক্ষার্থী ও আমরা চীনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগের মধ্যে ছিলাম। চীনের রাষ্ট্রদূত যদিও বলেছেন সোমবার (৮ আগস্ট), আমরা বলতে পারি দুয়েকদিনের মধ্যে চীনে ফেরত যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভিসা এবং ট্রাভেল পারমিট দেয়া শুরু হবে।
এদিন সকালে ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে।