
আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিয়াংসু প্রদেশে একটি কিন্ডারগার্টেনে বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে সাতজন।
বৃহস্পতিবার প্রদেশটির ফেংসিয়ান কাউন্টির এ স্কুলে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে কতজন শিশু রয়েছে, তাও পরিষ্কার হওয়া যায়নি।
চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, কিন্ডারগার্টেনের প্রবেশপথে বিস্ফোরণ হয়েছে। তবে এটি কী ধরনের বিস্ফোরণ এবং এটি সন্ত্রাসী হামলা কি না, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি বার্তাসংস্থাটি।
বিস্ফোরণের কারণ জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে স্কুল শেষে যখন শিশু শিক্ষার্থীদের বাবা-মায়েরা তাদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তখন এ বিস্ফোরণ হয়।
বিবিসি জানিয়েছে, সঠিক মাধ্যমে যাচাই করা যায়নি- সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এমন সব ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে আছে রক্তাক্ত শিশু ও কিছু বয়স্ক মানুষ। ভিডিও ফুটেজে দেখা যায়, আর্তনাদ করা শিশুদের নিয়ে লোকজন ছোটাছুটি করছে।
সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুজন। আহতদের মধ্যে পরে মারা গেছেন পাঁচনজন। আহতদের মধ্যে নয়জনের অবস্থা সংকটাপন্ন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু করেছে তারা।
চীনের নিউজ পোর্টাল সোহু অনলাইনের খবরে এক মুদি দোকানির বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, বিকেল ৫টার দিকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তিনি। তখন তার মনে হয়েছিল, পাশের কোনো গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দ এটি।