চীনে বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক :
চীনে একটি শক্তিশালী বিস্ফোরণে ভবন ধসে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯৪ জন। সোমবার স্থানীয় সময় দুপুরে শানজি প্রদেশের ফুগু জেলার সিনমিন শহরে এ ঘটনা ঘটেছে।

চীনা সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণে যে বাড়িটি ধসে গেছে সেটি ছিল স্থানান্তরযোগ্য। ওই বাড়িটির পাশে থাকা আরেকটি ভবনও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানান্তরযোগ্য ওই বাড়িটি একটি আবাসিক এলাকায় নির্মাণ করা হয়েছিল। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিস্ফোরণের কারণে শহরের একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনীর অর্ধশতাধিক সদস্য ও উদ্ধার কর্মী ধ্বংসস্তুপ থেকে হতাহতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহত ৯৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।