
১৬ মার্চ (সোমবার) সকাল থেকে চীনের রাজধানী বেইজিং-এ ভয়াবহ বালুঝড় আঘাত হেনেছে। অন্তর্দেশীয় মঙ্গোলিয়া ও চীনের উত্তরপশ্চিমাঞ্চল থেকে প্রবল বাতাসের সঙ্গে আসা ধূলোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এখন পর্যন্ত এ ঝড়ে মঙ্গোলিয়ায় ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া ৮১ জন নিখোঁজ। সোমবার স্থানীয় সময় সকাল আটটার দিকে এই ধূলিঝড় শুরু হয়। চীনা আবহাওয়া ব্যুরো এই ঝড়কে গত এক দশকের সবচেয়ে খারাপ ঝড় বলে অভিহিত করছে।
বেইজিংয়ে বায়ূ দূষণের মাত্রা বেড়ে গেছে। নাগরিকদের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছে চীনের আবহাওয়াবিদরা।
বেইজিংয়ের বায়ুর মানের সূচক সর্বোচ্চ ৫০০ তে গিয়ে পৌঁছেছে। শহরের ছয়টি স্থানে পিএম১০ নামে পরিচিত উড়ন্ত কণার মাত্রা দাঁড়িয়েছে প্রতি কিউবিক মিটারে ৮ হাজার ১শ মাইক্রোগামে। এর ফলে দৃষ্টিসীমা দাঁড়িয়েছে ৩শ থেকে ৮শ মিটারের মধ্যে।