চীনে যাত্রীবাহী একটি মিনিবাস লেকের পানিতে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনে যাত্রীবাহী একটি মিনিবাস লেকের পানিতে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। শুক্রবার হুবেই প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বাসটি ইঝু থেকে উহান যাচ্ছিল। বাসটিতে মোট ২০ জন যাত্রী ছিল। দ্রুতগামী বাসটি এক পর্যায়ে সড়কের পাশের একটি লেকে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলের প্রাপ্ত ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা লেক থেকে গাড়িটি টেনে তোলার চেষ্টা করছেন। সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় চালক বেঁচে গেছে। তাকে আটক করেছে পুলিশ।

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনা চীনে এখন নিত্যঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ২০১৩ সালে দেশটিতে ২ লাখ ৬০ হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে বাস্তব সংখ্যা এর চেয়েও অনেক বেশি। গত বছর দেশটিতে ৫৮ হাজার ২২ জন হতাহত হয়েছে সড়ক দুর্ঘটনায়।