
চীনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ শক্তিশালী ভূমিকম্প এরে মাত্রা ছিল ৬.৪। শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটায় শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল চীন।
তবে কোনও প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। খবর বিবিসির।
ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এখন। ক’দিন আগে ইন্দোনেশিয়ায়, তারও আগে ভারতের দিল্লিতে। দিন দুয়েক আগে মেক্সিকোতেও—এবং এর আগে ইরানেও আঘাত হেনেছে প্রলয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জিনজিয়ান প্রদেশের উইঘুর স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের হোতান। যদিও প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চিনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে উইঘুরে-তে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভোরের দিকে ভূমিকম্প হওয়ায় স্থানীয় বাসিন্দারা অনেকেই কম্পন অনুভব করতে পারেননি। তবে গভীরতা কম থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দেশে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০০৮ সালে। সিচুয়ানে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্পে মারা গিয়েছিলেন সাড়ে ৮৭ হাজারের বেশি মানুষ।
সম্প্রতি লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়। তাতে ১০ জন প্রাণ হারিয়েছেন। দিল্লি সহ ভারতের বেশ কিছু রাজ্যে ইদানিং ঘন-ঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। ফলে ভূতত্ত্ববিদদের উদ্বেগ বাড়ছে। তাঁদের মতে, আপাতত সব ভূমিকম্পে বড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হলেও ভবিষ্যতে তা নাও সম্ভব হতে পারে।
চীনে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০০৮ সালে। সিচুয়ানে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্পে মারা গিয়েছিল সাড়ে ৮৭ হাজারের বেশি মানুষ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়। তাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, রিখটার স্কেলে ৬ বা তার বেশি মাত্রার যে কোনও ভূমিকম্পকে শক্তিশালী ধরা হয়।