চীনে শপিংমলে আগুনে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণাঞ্চলে একটি শপিংমলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭৫ জনকে জীবত উদ্ধার করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলের পশ্চিম সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি শপিং কমপ্লেক্সে। স্থানীয় সময় রাত ৮ টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঠিক কী কারণে আগুন লেগেছে বা আগুন লাগার সময় ভবনটিতে ঠিক কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শপিংমলের ১৪ তলা ভবনের নিচ তলায় শুরুতে আগুন ছড়িয়ে পড়ে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিনির্বাপক কর্মীরা। এই বিল্ডিংটিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর, অফিস, রেস্তোরাঁ এবং একটি সিনেমা থিয়েটার ছিল বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, চীনের জিগং শহরে প্রায় ২.৫ মিলিয়ন মানুষের আবাসস্থল। এখানকার বিল্ডিংগুলো দুর্বল ও পুরনো হওয়ায় এই অঞ্চলে আগুনের ঘটনা প্রায় নিয়মিতই ঘটে।